Main » 2015»May»8 » পে-পাল থেকে টাকা লোড করুন বিকাশে
8:17 PM
পে-পাল থেকে টাকা লোড করুন বিকাশে
আমাদের দেশে অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের পে-পাল এ্যাকাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা। এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ। এসব বন্ধুদের কথা চিন্তা করে এ্যামপেরর সফট পে-পাল থেকে টাকা বিকাশে ক্যাশ করার সাভিস চালু করেছে।